শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ আমজাদ হোসাইন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাকিব উদ্দিন (৯) ও সিয়াম হোসেন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল শান্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাকিব উদ্দিন ওই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে ও সিয়াম হোসেন সাদ্দাম হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই। তারা একই সঙ্গে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

প্রতিবেশীরা জানান, তাঁরা ওই দুই শিশুকে সন্ধ্যার দিকে বাড়ির দক্ষিণে পুকুরের ধারে খেলতে দেখেন। সন্ধ্যায় উভয়ের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায় ওই পুকুরেই।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্ব্যতা স্বীকার করে বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS