বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ আটোয়ারী থানা নির্বাচিত

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ আটোয়ারী থানা নির্বাচিত

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড় জেলার আটোয়ারী থানা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। ২০২২ সালের জুন মাসের পারফর্মেন্স বিবেচনায় আটোয়ারী থানাকে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সেহেল রানা।
সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত ১০টার সময় আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে ওসি সোহেল রানা’র এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি সোহেল রানা’র অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আটোয়ারী থানা পঞ্চগড় জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের তথ্যটি জানান। তিনি বলেন,রবিবার (২৪ জুলাই) পঞ্চগড় জেলা পলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জেলার শ্রেষ্ঠ আটোয়ারী থানার নাম ঘোষনা করেন এবং শ্রেষ্ঠত্ব অর্জনের পুরস্কার আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেন। জানাগেছে, ওয়ারেন্ট তামিল, উদ্ধার তৎপরতা, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, শান্তি- শৃঙ্খলা রক্ষা , জুয়া ও মাদক নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভুমিকা পালন সহ আটোয়ারী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় আটোয়ারী থানাকে শ্রেষ্ঠত্ব অর্জন সহ পুরস্কৃত করা হয়েছে।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং থানা সমুহের অফিসার ইনচার্জ(ওসি)গণ উপস্থিত ছিলেন। সচেতন মহলের মতে জেলা পুলিশের এহেন উদ্যোগ পুলিশ প্রশাসনকে আইন-শৃঙ্খলা রক্ষা কাজে আরো উৎসাহ সৃষ্টি করবে। ওসি মোঃ সোহেল রানা বলেন, শ্রেষ্ঠত্ব অর্জনে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনামুলক পরামর্শ, আমার থানার পুলিশ অফিসার, পুলিশ কনস্টোবল,জনপ্রতিনিধি সহ সাংবাদিকদের অবদান রয়েছে। তিনি বলেন, সকল প্রকার অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা থাকলে ভবিষ্যতেও আটোয়ারী থানা শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হবে-ইনশাআল্লাহ।
এসময় মতবিনিময় সভায় সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল করিম, সদস্য আব্দুর মজিদ প্রমুখ।
আটোয়ারী থানা পঞ্চগড় জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় আটোয়ারী উপজেলা পরিষদ ও প্রশাসন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাব, আটোয়ারী প্রেসক্লাব সহ জনপ্রতিনিধিগণ শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

৪২ বার ভিউ হয়েছে
0Shares