শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অভিভাবক সমাবেশ

পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অভিভাবক সমাবেশ

পঞ্চগড় : “যত্ন নিলে রত্ন মিলে “এই প্রতিপাদ্যে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৮সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ মাঠে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইনুর রহমান।
এসময় কলেজের অভিভাবক সমাবেশের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কলেজের উপাধ্যক্ষ নাজির হোসেন মিঞা, শিক্ষক পরিষদের সম্পাদক রশিদুল হক, ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মোস্তফা সাইফুল ইসলাম, প্রভাষক আল ইমরান রাসেল সহ অনেকে। অভিভাবক সমাবেশে প্রায় দুই শতধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

৯০ বার ভিউ হয়েছে
0Shares