মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে সরকারি লীজকৃত জমি প্রতিপক্ষ কর্তৃক  জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ফুলবাড়ীতে সরকারি লীজকৃত জমি প্রতিপক্ষ কর্তৃক  জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির ফরিদাবাদ গ্রামে মইনুর রেজা ও তৌহিদুল ইসলাম এর লীজকৃত জমি আদিবাসী কর্তৃক জবরদখলের অভিযোগে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলন করেন।

ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির ফরিদাবাদ গ্রামের মৃত আব্দুল জব্বার এর পুত্র মোঃ মইনুর রেজা ও তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ফরিদাবাদ মৌজার জে.এল নং-৭০, খতিয়ান নং-১৫৮, দাগ নং-৭১৭ জমির পরিমান ২৭ শতকের মধ্যে ১০ শতক পশ্চিমাংশে এবং খতিয়ান নং-১৯৮, দাগ নং-৭১৮, পরিমান ৪৭ শতকের মধ্যে ১৫ শতক পশ্চিমাংশে সহ মোট ২৫ শতক জমি অর্পিত ক তফসিল ভুক্ত তার পিতা ১৯৮৩ সালে দিনাজপুর জেলা প্রশাসকের নিকট থেকে সংসন রাজস্ব সেলামি পরিশোধ করে উক্ত জমি সরকার বাহাদুরের নিকট থেকে লীজ নেন। সেই জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ বাগান রোপন করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসিতেছে। প্রতিপক্ষ রাম টুডু, বাবু লাল টুডু, মোহন টুডু, লক্ষণ টুডু, মন্ডল টুডু, মদন সরেন, ধুমরি টুডু, মাতি টুডু, সোনা মাই টুডু, কাটুমই টুডু, সর্ব পিতা- মৃত মাঝুয়া টুডু, দুলালী, স্বামী- বাবু লাল টুডু, জোসনা, স্বামী- মোহন টুডু, মনিষা টুডু, স্বামী-  রাম টুডু, বিজিতা, স্বামী- মন্ডল টুডু, নুরই হাঁসদা সান্তনী, স্বামী- কমলেশ, সর্ব সাং- ফরিদাবাদ, ডাকঘর মাদিলাহাট, ফুলবাড়ী দিনাজপুর। তারা দলবদ্ধ হয়ে দিনাজপুরে তফশিল ভুক্ত সম্পত্তি পাওয়ার দাবিতে ট্রাইবুনালে মামলা করেন, যাহার মামলা নং-৪২৩/২০১২। সংবাদ সম্মেলনে উল্লেখ করছেন যে, আমাদের জমি দখলের চেষ্টা করলে আমার ভ্রাতা তৌহিদুল ইসলাম দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৫৫ পি/২০২২ মতে ১৪৪ ধারা মামলা দায়ের করেন। মামলার আদেশে তারা রায় পায়। সেই রায়ের কপি ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করি। কিন্তু দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের আদেশ অমান্য করে গত ২১/০৭/২০২১ইং তারিখে দুপুর সাড়ে ১২টায় জমিতে এসে খড়ের গাদা ভেঙ্গে ফেলে ও ফসলের ক্ষতি করার চেষ্টা করে। এই ঘটনায় তারা আমার পরিবারকে বিভিন্নভাবে ধারালো অস্ত্র ও তীর ধনুক নিয়ে প্রাণ নাশের হুমকি দেন। আমি নিরুপায় হয়ে ন্যয় বিচারের আশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

১৬৯ বার ভিউ হয়েছে
0Shares