বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন এমপির

পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন এমপির

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মুন্সিপাড়া ও আদিবাসী শুকুরডাঙ্গা গ্রামের শতাধিক মানুষের মাঝে ডু-নেশন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইয়ংস্টার ক্লাব খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
মধ্যপাড়া খনির আনন্দ বিলাস ডাকবাংলোতে আজ বৃহস্পতিবার বিকেল ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডু-নেশন ও পার্বতীপুরে শহরের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইয়ংস্টার ক্লাবের পক্ষে ৭ দিনের এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এ সময়- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি, নাট্যজন ও সংগঠক আমজাদ হোসেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর ও ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ প্রমুখ। এছাড়াও ল্যাম্ব হাসপাতালের পক্ষ থেকে ৪৫ জন ক্ষতিগ্রস্ত প্রত্যেককে নগদ ২ হাজার সহায়তা দেওয়া হয়েছে।
৭৮ বার ভিউ হয়েছে
0Shares