বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শাহজাদপুরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

শাহজাদপুরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।শনিবার সকালে  উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাজারের দক্ষিণ পাশে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে ৭০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে রাতে গ্রামীণ ব্যাংকের সামনে  থাকত। আজ সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকাল ৮টার  দিকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান পিপিএম এসে লাশের প্রাথমিকভাবে সুরতহাল করেন এবং পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে চেষ্টা করছেন বলে তিনি জানান। তিনি আরো বলেন, ইতিমধ্যেই সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে তারা এসেও লাশ শনাক্তের যথাযথ চেষ্টা করবে।শেষ খবর পাওয়া পর্যন্ত, তালগাছি থেকে লাশটি উদ্ধার করে শাহজাদপুর থানায় রাখা হয়েছে।

৬১ বার ভিউ হয়েছে
0Shares