বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় হাওরের পানিতে ডুবে আরিফ (৫) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কুতুবপুর গ্রামের কাজল মিয়ার ছেলে আরিফ শুক্রবার সন্ধ্যার দিকে সকলের অগোচরে বাড়ির ঘাটে হাওরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা সন্ধ্যার পর আরিফকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে বাড়ির সামনের হাওরের পানিতে অরিফকে ভেসে উঠতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাওজিয়া বিনতে আলম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শনিবার খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

১১২ বার ভিউ হয়েছে
0Shares