শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় এ সি আই মটরস্ বার্ষিক সার্ভিস ও মত বিনিময় অনুষ্ঠিত

কলমাকান্দায় এ সি আই মটরস্ বার্ষিক সার্ভিস ও মত বিনিময় অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় নানা আয়োজনে এ সি আই মটরস্ এর  বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা এবং দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা, খাবার বিতরণ করা হয়।

আজ সোমবার কলমাকান্দা উপজেলার  রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া এলাকায়  মাঠে এ সি আই মটরস্ এর নেত্রকোনা সাব রিজিওনের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার এ সি আই মটরস্ এর  সোনালিকা ট্রাক্টর ও  হারভেস্টার  গ্রাহক ও চালকরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা এরিয়া ম্যানেজার মো. মাহমুদুর রহমান খাঁন, আরটিআই (RTI) মো. এরশাদ হোসেন ও জেলার পরিবেশক মো. শফিকুল ইসলামসহ এসিআই মটরসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি সোনালিকা ট্রাক্টর ও  হারভেস্টারসহ এসিআই মটরসের অন্যান্য কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, মূল্য ছাড়ে অন দ্য স্পট বুকিং, ছাড়ে স্পেয়ার পার্টস কেনার সুযোগ, ফ্রি হেলথ চেকআপ ও বিক্রয় অনুসন্ধান কেন্দ্র বুথ করা হয়েছে।

১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS