বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার পূর্বধলায় কংশ নদ থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় কংশ নদ থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয় সন্নিকটে কংশ নদ থেকে শনিবার দুপুরে এক অজ্ঞাত (৩৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পাটরা-দামপাড়া উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে কংশ নদে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন এক ব্যাক্তির লাশ পানিতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় নদী থেকে লাশটি উদ্ধার করে সূরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ্ শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধারকৃত অজ্ঞাতনামা ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছরের মতো হবে। লাশটি আংশিক পচন ধরেছে, ধারণা করা হচ্ছে উজান থেকে ভেসে আসা লাশটি আনুমানিক ৪/৫ দিন আগের। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনী প্রক্রিয়া শুরু করা হবে।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares