বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় নিখোজ ৫ জেলের মরদেহ উদ্ধার

ভোলায় নিখোজ ৫ জেলের মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় ২৫ জুন সোমবার ১৩ জেলে নিয়ে একটি ফিশিংবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছিল। ঘটনার পাঁচদিন পর নিখোঁজদের মধ্যে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। এখনও নিখোঁজ রয়েছে ২ জেলে। মরদেহ উদ্ধার হওয়া জেলেরা হলেন-মোঃহারুন মাঝি, শরীফ মাঝি, সাত্তার মাঝি, নুর ইসলাম মাঝি ও ফজলে করিম মাঝি। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৫ জুন রাতে মোঃ জাহাঙ্গীর নামের এক মাঝিসহ ১৩ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার চর নিজাম সংলগ্ন তিন চর এলাকার সাগর মোহনায় একটি ফিশিংবোট ডুবে যায়। ঘটনার পরের দিন স্থানীয় জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করে ও ২৭ জুন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য আরও চার জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও শুক্রবার সকালে নিখোঁজ জেলেদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। তবে এখনও নিখোঁজ রয়েছে দুইজন। নিখোঁজের সন্ধানে কোস্টগার্ড কাজ করছেন।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS