মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
গ্রামীণ ব্যাংক ও বঙ্গবন্ধু পেশাজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রামীণ ব্যাংক ও বঙ্গবন্ধু পেশাজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ সন্ধ্যায় গ্রামীণ ব্যাংক এর প্রধান কার্যালয়ে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, এমডি, ডিএমডি, জিএম, ডিজিএম’দের সাথে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 মতবিনিময় এর প্রতিপাদ্য বিষয়ঃ বাংলাদেশে কৃষির উন্নয়নে করণীয়। সভায় সভাপতিত্ব করেনঃ বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ চেয়ারম্যান – গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেনঃ প্রফেসর ড. আবদুল আউয়াল বিশ্বাস। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেনঃ আব্দুর রহিম খাঁন এমডি -গ্রামীণ ব্যাংক।

আলোচনায় অংশ নেনঃ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় কাউন্সিলর জনাব শিখা চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা অর্থনীতিবিদ জামাল উদ্দিন বিশ্বাস, কৃষিবিদ মোতাহার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ প্রফেসর ড. মো. আলাউদ্দিন পিকে, বিশিষ্ট লেখক হাসান উজজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ উদ্দিন , আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম ও প্রকৌশলী মনির উদ্দিন হাওলাদার, জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র সাংবাদিক জনাব আতাউর রহমান হিরণ,দৈনিক গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক এসএম আশরাফুল আলম, মইনুল ইসলাম, অধ্যাপক আমজাদুর রহমান খান, সিজিএ অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান খান, আতিকুল ইসলাম, রাশেদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর ইসলাম, মো. হানিফ হাজারী, মাসুম জাহিদ মাসুদ, সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, মীর আলাউদ্দিন বাপ্পি এবং সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ সহ কেন্দ্রীয় কমিটি, জাতীয় কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সহ ঢাকা বিভাগ, ঢাকা জেলা, ঢাকা মহানগর, মানিকগন্জ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিএ কুরআন তেলোয়াত করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর জাতীয় কমিটির সন্মানিত সদস্য জনাব মো নাইম।

১৮০ বার ভিউ হয়েছে
0Shares