শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর সিটি কর্পোরেশন মেয়রের সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রংপুর সিটি কর্পোরেশন মেয়রের সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তাঁরা রংপুরের জনমানুষের প্রত্যাশা পূরণে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসনসহ নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সমবেতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনিযুক্ত পুলিশ কমিশনার যানজট নিরসন, সড়ক সম্প্রসারণ, ইজিবাইক ও থ্রি হুইলার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মহানগরী এলাকাকে সিসি টিভি কাভারেজসহ ইলেকট্রনিক সিকিউরিটি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে স্মার্ট পুলিশিং ব্যবস্থার প্রবর্তন ও উন্নয়নে মেয়র মহোদয়ের সহযোগিতা কামনা করেন। রসিক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণসহ বিবিধ বিষয়ে পুলিশ কমিশনারের প্রস্তাবনাসমূহ বাস্তবায়নে সিটি কর্পোরেশন কর্তৃক সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিটি কর্পোরেশন এবং মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়।
১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS