শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামের ফুলবাড়িতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কুড়িগ্রামের ফুলবাড়িতে ট্রাক্টর উল্টে চালক নিহত

বুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :  কুড়িগ্রামের ফুলবাড়িতে হাল চাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। এ সময় ট্রাক্টরে থাকা মালিকের ছেলে ও সহযোগী গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে শনিবার(২৩এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশমাত শিমুলতলা গ্রামে।

নিহত চালকের নাম সুমন মিয়া (২০)। সে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে। আহত শিহাব উদ্দিন (২১) ওই ট্রাক্টরের মালিক এবং একই ইউনিয়নের বালাটারী গ্রামের শহিদ উদ্দিনের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকালে কিশামত শিমুলবাড়ি এলাকার জৈনক নারায়ন চন্দ্র রায়ের জমি চাষের উদ্দেশে দু’জন ট্রাক্টর নিয়ে যায়।

হালচাষের জমিতে যাওয়ার আগেই কিশমাত শিমুলতলা এলাকার জমির একটি উচু আইল পার হতে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা দু’জনই উল্টে যাওয়া ট্রাক্টরটির নিচে চাপা পড়ে।

আশেপাশের লোকজন এসে ট্রাক্টর সরিয়ে দুইজনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যায় চালক সুমন মিয়া। গুরতর আহত হয় শিহাব উদ্দিন। পরে শিহাবকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

নিহতের স্বজন মনিরউদ্দিন জানান, সুমনের পরিবার খুবই গরীব। সুমন দৈনিক ২০০ থেকে ২৫০ টাকায় ট্রাক্টর চালিয়ে সংসার চালাতেন। এভাবে সুমন মারা যাবে ভাবতে পারিনি।

এ প্রসঙ্গে ফলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS