বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুরে আনসার-ভিডিপি’’র বিনামূল্যে চিকিৎসা-সেবা ও ঔষুধ বিতরণ

রংপুরে আনসার-ভিডিপি’’র বিনামূল্যে চিকিৎসা-সেবা ও ঔষুধ বিতরণ

আব্দুর রহমান রাসেল,রংপুর ব্যুরোঃ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উদ্যোগে কুড়িগ্রামে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা-সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ জুলাই) রাজারহাট সিংহীমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস।

এ সময় রাজারহাট উপজেলার বিভিন্ন রোগে আক্রান্ত ৫ শতাধিক অসহায়-দুঃস্থ রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা-সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসা-সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেন, জাতির জনকের স্বপ্ন ছিল সোনার বাংলদেশ গড়ার। জাতির জনকের সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবে রুপ দিচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক ছিলেন জনমানুষের নেতা। বর্তমান সরকার ও জনবান্ধব সরকার। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা থেকে মুক্ত করাই হলো এই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের মানুষের কল্যাণে জনবান্ধব এই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ অঞ্চলকে অর্থনৈতিক জোন ঘোষণা করেছেন, কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন করেছেন। সর্বোপরী সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থায়ও অভাবনীয় উন্নয়ন করেছেন। সরকারের উন্নয়ন ধারার অংশ হিসেবে এখানে বিনামূল্যে চিকিৎসা ও ঔষণ বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিষন-২০৪১ স্মাট বাংলাদেশ গঠন করা এবং জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসার দিক হতে অন্যান্য উন্নত এক বাংলাদেশ গড়া। যাতে চিকিৎসা-সেবাসহ সকল নাগরিক সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছানে যায়। যেহেতু আনসার-ভিডিপি’র সদস্য-সদস্যাগণ দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তাই এই বাহিনীর মাধ্যমে এই সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর জন্য এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস উপস্থিত সকলকে সরকারের এই উন্নয়নকে বেগবান করা এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য কাঁধে কাঁধ রেখে কাজ করার আহ্বান জানান। কুড়িগ্রাম জেলা আনসার-ভিডিপি’র ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট ইবনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট ২৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ কামারুজ্জামান, কুড়িগ্রাম জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ের ডিস্ট্রিক কনসালটেন্ট সার্জেন্ট মোঃ মনজুর রহমান, কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মেঃ রেদওয়ানুল হক দুলাল, ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাদেকুল হক নুরু। রাজারহাট আনসার-ভিডিপি প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মাহাবুব-উজ-জামান, রাজারহাট উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ সানাউল ইসলাম, ডাঃ তাসলিমা আক্তার, ডাঃ কনিকা দাস, রেঞ্জের এমআই রুমের সহকারী মোঃ নুরে আলম, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS