শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তারাগঞ্জে সপ্রাবি পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব

তারাগঞ্জে সপ্রাবি পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব

মোঃ আমজাদ হোসাইন ,তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব রংপুরের সাবেক জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ তারাগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। গতকাল শনিবার সকালে উপজেলার ইকরচালী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি। ওই সময় ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া , সহকারি ভ‚মি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ ওই সময় বিদ্যালয়টির ক্লাসরুম সহ অবকাঠামো পরিদর্শন করেন। পরে কিছু অংশ অবকাঠামো নির্মাণ ও প্রাক প্রাথমিক শাখাকে আধুনিকায়নের নির্দেশনা প্রদান করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা বিভাগীয় সহকারি পরিচালক মিজানুর রহমান, রংপুর বিভাগীয় শিক্ষা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী প্রমুখ।

৬৮ বার ভিউ হয়েছে
0Shares