শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আলোকচিত্রী পাভেল রহমান এর রতœাগর্ভা মা মতিজা রহমান আর নেই

আলোকচিত্রী পাভেল রহমান এর রতœাগর্ভা মা মতিজা রহমান আর নেই

একুশে পদক প্রাপ্ত বরেণ্য আলোকচিত্রী পাভেল রহমান এর রতœাগর্ভা মা মতিজা রহমান গতকাল (৩০ আগস্ট) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শালবন মিস্ত্রিপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)। মরহুমের জানাজা নামাজ আজ ৩১ আগস্ট বুধবার সকাল ৯টায় রংপুর কৈলাশরঞ্জন স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। তিনি ছিলেন ঢাকা সিটি স্পেশাল ব্রাঞ্চের প্রয়াত এসপি মুজিবুর রহমানের সহধর্মীনি।
তাঁর বড় ছেলে ডা. ওমর ফারুক, দ্বিতীয় সন্তান মেয়ে আমেরিকার লসএঞ্জেলস প্রবাসী শাহানা পারভীন, তৃতীয় সন্তান ছেলে একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান ও কনিষ্ঠ কন্যা প্রয়াত শিক্ষক রেহানা পারভীন।
তাঁর মৃত্যুতে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তআফিজার রহমান মোস্তফা গভীর শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’ পরিবার গভীর শোকাহত। তাঁর মৃত্যুতে ফিরেদেখা সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সংগঠনের উপদেষ্টা লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, গীতিকার এমাদ উদ্দিন আহমেদ, কবি সাকিল মাসুদ, কবি বাদল রহমান, ড. শাহ সুলতান তালুকদার প্রমুখ।
২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS