মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বিপুল চাকমাসহ চার যুব নেতা হত্যার বিচারের দাবীতে পানছড়িতে ছাত্র ধর্মঘট পালিত

বিপুল চাকমাসহ চার যুব নেতা হত্যার বিচারের দাবীতে পানছড়িতে ছাত্র ধর্মঘট পালিত

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি’ : বিপুল চাকমাসহ ইউপিডিএফ ভুক্ত চার ছাত্র ও যুব নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে আজ ৪’ফেব্রæয়ারী (রবিবার) পানছড়িতে পালিত হয়েছে ছাত্র ধর্মঘট। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য নারী সংঘ, হিল উইম্যান্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের আহবানে এই ধর্মঘট কর্মসূচী পালন করা হয়।

তাই আজ ৪’ফেব্রæয়ারী (রবিবার) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আঙ্গিনাগুলোতে দেখা গেছে সুন সান নীরবতা। বাঙ্গালী অধ্যূষিত হাতেগোনা কয়েকটি বিদ্যালয় ছাড়া বেশীরভাগ বিদ্যালয়ে ছিল শিক্ষার্থীশূণ্য। শিক্ষকদের দেখা গেছে অলস সময় পার করতে। সরেজমিনে উপজেলার পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়, লোগাং উচ্চ বিদ্যালয়, পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, তারাবন সরকারী প্রাথমিক বিদ্যালয়, পানছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, চেংগী সারিবালা কলেজ, পানছড়ি সরকারী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় শিক্ষার্থীশূণ্য। শিক্ষার্থীদের পদচারনায় যেখানে সব সময় থাকতো মুখরিত আজকে ছিল সব ফাঁকা। প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা থাকলেও কোন শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি বলে জানায় কয়েক শিক্ষক। ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা সভাপতি সুনীল ময় চাকমা জানান, ধর্মঘট সফলভাবে পালিত হয়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। ধর্মঘটে স্বত:ষ্ফুর্ত সাড়া প্রদান করায় সকলের প্রতি কৃতজ্ঞতার কথা জানান তিনি।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS