বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জমে উঠেছে পানছড়ির গরুর হাট

জমে উঠেছে পানছড়ির গরুর হাট

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি’১৯জুন’২০২৩ ; আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জমে উঠেছে গরুর হাঁট। সাপ্তাহিক রবিবার হাঁটবারে সকাল থেকেই দেশীয় গরুতে ভরপুর হয়ে উঠে গরুর হাঁট। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার মিলনমেলায় জমে উঠেছে গরুর হাঁট। মাঠের চারিদিকে দাড়িয়ে উপভোগ করছে উপচেপড়া দর্শনার্থী। লাল-কালো-সাদা রংঙের বাহারী গরু দেখতে ক্রেতাদের দেখা যায় ঘুরতে হাঁটের এদিক-ওদিক। বাজার ইজারাদার মো: জুলফিকার আলী জানান, গরুতে বাজার ভরপুর হলেও বেচা-কেনা এখনো তেমন জমেনি। হয়তো সামনের বাজারে বেচা-কেনা বাড়তে পারে। এদিকে বাজারে জাল নোট সনাক্তকরণের জন্য সোনালী, কৃষি ও পূবালী ব্যাংকের সমন্বয়ে একটি জাল নোট সনাক্তকরণ বুথ খোলা হয়েছে। যার নেতৃত্বে রয়েছে পানছড়ি সোনালী ব্যাংকের অফিসার প্রীতি কুমার চাকমা। পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদ জানান, গরু বাজারের নিরাপত্তায় সাব-ইন্সপেক্টর মো: মুহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাঠে কাজ করছে।

৮০ বার ভিউ হয়েছে
0Shares