শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গাঁজাসহ পানছড়িতে আটক-১

গাঁজাসহ পানছড়িতে আটক-১

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) ১.১০.২০২৩ এক কেজি: গাঁজাসহ আব্দুস সাত্তার (৫৮) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক সাত্তার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার সন্তান।

জানা যায়, পানছড়ি থানার ওসির দিক নির্দেশনায় মোহাম্মদপুর মদন কার্বারী পাড়া অনিল ত্রিপুরার সেগুন বাগানের পাশে ইটের রাস্তা হইতে এক কেজি: গাঁজাসহ আটক কর হয়। ১’অক্টোবর রবিবার বিকাল আনুমানিক তিনটার দিকে এসআই মোহাম্মদ ইউছুফ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চলাকালে তাকে আটক করে। পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে বিধি মোতাবেক অত্র থানায় মামলা প্রক্রিয়াধীন। তাছাড়া আটক সাত্তারের বিরুদ্ধে অত্র থানায় চারটি মাদকের মামলা রয়েছে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS