শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রেলপথে ভাড়া কম হওয়ায় সাধারণ মানুষ চলাচলের সুবিধা পাচ্ছে …পঞ্চগড়ে রেলপথ মন্ত্রী

রেলপথে ভাড়া কম হওয়ায় সাধারণ মানুষ চলাচলের সুবিধা পাচ্ছে …পঞ্চগড়ে রেলপথ মন্ত্রী

পঞ্চগড় : রেলপথ মন্ত্রী মো.নুরুল ইসলাম সূজন বলেছেন, দেশের অন‍্যান‍্য যানবাহনের তুলণায় রেলপথে এখনও ভাড়া অনেক কম। যে কারণে সাধারণ মানুষ রেলপথে এখনও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত করতে পারছে। একই কারণে রেলপথে যাত্রী সংখ‍্যা বেড়ে যাওয়ায় ২৫ শতাংশ স্ট‍্যান্ড টিকিট রাখা হয়েছে।
মন্ত্রী শনিবার ২০ মে দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি ।
মন্ত্রী আরো ও বলেন, পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার পরিকল্পনাটিতে প্রধানমন্ত্রীর সম্মতি থাকায় যেকোন সময়ই শুরু হতে পারে।
এসময় পঞ্চগড় স্থানীয় সরকারের উপ-পরিচালক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,রেলওয়ে বিভাগের রাজশাহীর প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান,বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন,পঞ্চগড় রেলওয়ের ষ্টেশন মাস্টার মাসুদ পারভেজ ,সহ আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৫৫ বার ভিউ হয়েছে
0Shares