বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় জমি নিয়ে ৪ জনকে কুপিয়ে জখম

ভোলায় জমি নিয়ে ৪ জনকে কুপিয়ে জখম

ভোলা প্রতিনিধিঃ ভোলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে সিরাজ বাহিনীরা।সোমবার (১ মে) দুপুরে উত্তর দিঘলদী ইউনিয়নে, ১নং ওয়ার্ডের চরকুমারিয়া গ্রামের (রেবা রহমান কলেজের পাশে) ফরাজী বাড়িতে এঘটনা ঘটে। আহতরা হলেন – আব্দুল হক ফরাজী (৭৫), নুরুল হক (৪০) কামাল (৩৫) ও আনোয়ারা বেগম (৪৫)। আহতদেরকে স্থানীয়রা উদ্ভার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর ভোলা সদর মডেল থানা পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল্লা আল মামুনকে জানালে, তিনি পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে, আহতদেরকে দেখতে হাসপাতালে যান। এর মধ্যে আব্দুল হক ফরাজীর অবস্থা আশংকা জনক।

আহতরা জানান,বাড়ির উঠানে সোয়াবিন রোদে দিলে সিরাজ, কবির, নয়ন, নুরুদ্দিন, শফিসহ ৮/১০ জনে আব্দুল হক ফরাজীর ছেলে কামালকে মার পিট করতে যায়। তখন আব্দুল হক-সিরাজ বাহিনীকে ডাক দিলে তারা রামদা ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে ৪ জনকে গুরুত্বর আহত করে। আব্দুল হক ফরাজীর বিভিন্ন স্থানে ৫টি রামদা দিয়ে ৫ টি কোপ দেয়। নুরুল হকের ডান হাতে ২টি ভাঙ্গা দেয়, কামালের মুখমন্ডল পিটিয়ে থেতলে দেয়। সোমবার রাতে খালী বাড়িতে দ্বিতীয় দফা হামলা করে আনোয়ারএক পিটিয়ে পা ভেঙ্গে দেয়। তারা আরো জানান, তাদের ৪০ শতাংশ জমি সরিাজ বাহিনী গোপনে বিএস খতিয়ান করে নিয়ে, রাস্তার পাশের তাদের একটি দামী জমি দখল করে নেয়ার চেষ্টা চালায়। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও মেন্বারের কাছে বিচার দিলে তারা উল্টো সিরাজ বাহিনীর পক্ষ নিয়ে জমি থেকে আমাকে উৎখাতের চেস্টা করে। ওই জমির মধ্যে গরু বাধার স্থান ও খাবারের খেড়-কুটার চাউলি রয়েছে। সিরাজ বাহিনীরা প্রায় সময় গরু ছেড়ে দিয়ে অন্য দিকে তাড়িয়ে দিতেন, খেড়-কুটা ছিটে ফেলে দিয়ে সেখানে দোকান ঘর তোলার জন্য ইট-বালি এন ঝড়ো করার চেষ্টা করে। এ বিষয়ে আব্দুল হক ফরাজী বাদী হয়ে ভোলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা রয়েছে। মামলা নং- এম পি- ৩৪/২০২৩ ও দেওয়ানী-১৭/২৩ ইং। উভয় কোট থেকে তাদের প্রতি জবাবের সমন জারি করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইন শৃংঙ্খরা বজার রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন। আগামী ৩১ মে মামলার শুনানীর দিন ধার্য্য আছে। মামলা তুলে নিতে আসামীরা বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। ভোলা থানার একজন এস আইর নেতৃতে-সিরাজ বাহিনীরা সোমবার আমাদের উঠানে সোয়াবিন ডাল রোধে দিলে তারা বাধা দেয় এবং আমাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে, এ ব্যাপারে মামলার হয়েছে, মোট মামলার সংখ্যা-৩টি। এদিকে মামলা করার পর সিরাজ বাহিনীর লোকজনেরা ফোনে বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছেন। বর্তমানে তার বাড়ি-ঘর খালী রয়েছে, তার বাড়ি-ঘরে ও গরুর ক্ষতি করার আশংকা করছেন। এবিষয়ে সিরাজ গ্রæপের কেউ কোন বক্তব্য দেননি। ঘটনার পরে রাতে আব্দুল হক ফরাজী ছোট ছেলে মিজান সোমবার রাতে ভোলা সদর মডেল থানায় হাজির হয়ে এজাহার দিতে গেলে কম্পিউটার ল্যাবের রুমের মধ্যে সেই এস আই আনোয়ার-সিরাজ বাহিনীর পক্ষ নিয়ে মিজানকে অকথ্য ভাষায় গাল মন্দ করে তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। এসময় তার মেজ ভাই হিরন, ২ জন থানার কম্পিউটার অপারেটর, একজন সাংবাদিক উপস্থিত ছিলেন। পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল্লা আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে অফিসার পাঠিয়েছি, তারা পরিদর্শন করে এসছে, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

৭৭ বার ভিউ হয়েছে
0Shares