মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলা-ঢাকা রুটে দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত

ভোলা-ঢাকা রুটে দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত

ভোলা প্রতিনিধিঃ ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে এম.ভি সুরভী-৮ লঞ্চকে টিপু-১৪ লঞ্চে ধাক্কা দিলে সুরভী লঞ্চ ভেঙ্গে সোহেল (৩২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১ টায় চাঁদপুরের হরিনাম এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতের বাড়ি চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ফরাজি বাড়ি। সোহেল সেলিম ফরাজির ছেলে ও ইউপি সদস্য নুরে আলমের ভাতিজা। সেই ভোলা পৌর কাঠালী তার নানা বাড়িতে থাকতেন।

প্রত্যাক্ষদর্শী বশির জানান, ভোলা থেকে এম.ভি সুরভী – ৮ ও টিপু – ১৪ লঞ্চ পাশাপাশি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ১ টার দিকে চাঁদপুরের হরিনাম এলাকায় টিপু -১৪ পাশ থেকে সুরভী-৮ লঞ্চকে সজোরে ধাক্কা দিয়ে তার উপর উঠি যায়। ওই সময় সুরভীর দোতলার পাশের বারান্দা ভেঙ্গে কেবিনের যাত্রী সোহেল চাপা পরে থেতলে মারা যান। টিপু – ১৪ সুরভী – ৮ কে অতিক্রম করার চেষ্টা করে নিয়ন্ত্রন হারিয়ে সুরভীর উপর উঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। টিপু লঞ্চ দির্ঘদিন ভোলা-ঢাকা রুটে প্রায় বিভিন্ন ক্রইম করে চলেছেন বলে অনেক যাত্রী জানান। নিহত সোহেলভোলা পৌর কাঠালী তার নানা বাড়িতে থাকতেন। তার মরদেহ বিকালে ভোলার পৌর কাঠালী পৌছান। এ বিষয়ে কোন লঞ্চের ষ্টাফ ও কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

৭০ বার ভিউ হয়েছে
0Shares