সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনী ত্রাণ সহায়তা বিতরণ

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনী ত্রাণ সহায়তা বিতরণ

বিটন চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১২ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ উদ্ধোধন করেন দীঘিনালা জোনের ক্যাপ্টেন হাসনাইন আলভী।  ত্রাণ বিতরণতালে উপস্থিত ছিলেন, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা।  এ সময় ত্রাণ সামগ্রী হাতে পেয়ে ধনবী চাকমা (৫৫) জানান, বন্যায় ঘরবাড়ি তলিয়ে গেছে। ঘরে কোন খাবার নেই। সেনাবাহিনীর এইরত্রাণ সামগ্রী পেয়ে খুব ভালো লাগছে। আমরা খুব খুশি।

জানা যায়, শান্তিপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

৬২ বার ভিউ হয়েছে
0Shares