শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
৫৫ বছর বয়সে এএসসি পাশ করলেন পানছড়ি রৌশনারা

৫৫ বছর বয়সে এএসসি পাশ করলেন পানছড়ি রৌশনারা

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) :; খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৫৫ বছর বয়সে এসএসসি পাশ করেছে রৌশনারা নামের পাড়া কেন্দ্রের এক শিক্ষিকা। উম্মুক্ত বিশ^বিদ্যালয়ের অধীনে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৪.০৫ পেয়ে তিনি পাশ করেছেন। রৌশনারা উপজেলার ৩নং পানছড়ি ইউপির কলোনীপাড়া গ্রামের মুত আবদুল কাদেরের মেয়ে। সাংসারিক জীবনে দুই সন্তানের জননী। তিনি জানান, পাড়া কেন্দ্রে ১৯৯৮ সাল থেকে শিক্ষকতা করে আসছি। তাই নিজের ভিতরেই পড়া-লেখা করার প্রবল ইচ্ছা জাগে। আমার ধারণা নিজে এসএসসি পাশ করলে কোমলমতি শিশুদের আরো ভালোভাবে পাঠদান দিতে পারবো। প্রচন্ড মনোবল নিয়েই এসএসসিতে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করি। আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো পয়েন্ট নিয়েই পাশ করেছি। এইচএসসিতে ভর্তির ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন বলে জানান। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ জানান, এ বয়সে লেখাপড়া করার ইচ্ছা সবার মাঝে থাকে না। তার এ রকম আগ্রহ দেখে অনেকেই অনুপ্রাণিত হবে।

১২৮ বার ভিউ হয়েছে
0Shares