শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ ( বাগেরহাট)  প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৭ম বার্ষিক সাধারণ সভা সোমবার (১ মে)  এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাল্ব লিমিটেড এর ‘গ’ অঞ্চলের ডাইরেক্টর মোহাম্মদ আরিফ  হোসাইন।
 দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সাধারাণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কালব ‘ বাগেরহাট সহকারী জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান,  এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক  হাওলাদার প্রমুখ।
 এ সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ  হারুন অর রশিদ।   এছাড়া অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন উপজেলা  বিআরডিবি সাবেক চেয়ারম্যান মোঃ মুশফিকুর রহমান নাহার, প্রদর্শক ইসমাইল হোসেন তালুকদার, মাস্টার ওমর  ফারুক, সাংবাদিক  মশিউর রহমান  মাসুম প্রমুখ।
উপজেলা কালব এর ব্যবস্থাপনা কমিটির সদস্য  হরিচাঁদ কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে সর্বোচ্চ সঞ্চয় ও আমানত কারী সহ বিভিন্ন ক্যাটাগরিতে ২৮ জনকে  পুরস্কৃত করা হয়।
১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS