শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ক্ষুধার্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ               

ক্ষুধার্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ               

বিটন চৌধুরী,খাগড়াছড়ি প্রতিনিধি। খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুঃস্থ,অসহায় ও পথচারি ক্ষুধার্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

আজ শনিবার দুপুর তিনটায় উপজেলার মাষ্টারপাড়া এলাকায় ওয়াল্ড ফুড ফাউন্ডেশন এর সহযোগীতা ও সেইভ দ্যা ফুড ফাউন্ডেশন এর সহযোগীতায় এসব খাদ্য বিতরণ করেন উপদেষ্টা কমিটি সদস্য রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ বিজয় মজুমদার।

প্রকল্পের সমন্বয়ক মাকসুদা আক্তারে সভাপতিত্ব বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোবাশ্বের আলি, সংবাদকর্মী মোঃমাসুদ রানা, ফাতেমা আক্তার ও খাদিজা আক্তার। সমন্বয় মাকসুদা জানায়, মাসে অন্তত একদিন অসহায় ক্ষুধার্থ মানুষের মাঝে খাদ্য বিতরন করা হবে।

৪৬ বার ভিউ হয়েছে
0Shares