বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত পানছড়ি বাজার জামে সমজিদ ও পানছড়ি বাজার দেবালয়

সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত পানছড়ি বাজার জামে সমজিদ ও পানছড়ি বাজার দেবালয়

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পাশাপাশি রয়েছে মসজিদ ও মন্দির। পানছড়ি পুরাতন বাজারের রাস্তার এক পাশে পানছড়ি বাজার জামে মসজিদ আর অন্য পাশে পানছড়ি বাজার দেবালয়। দুরত্ব সর্বোচ্চ পঞ্চাশ গজ। দুটো ধর্মীয় প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরেই চলছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। কখন আজান হবে তা জানা রয়েছে মন্দির পরিচালনা কমিটির। আজানের আগেই সব ধরণের ঢোল বাজনা বন্ধ। এবারের শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হাজারো পূজারী আসছে দেবালয়ের মন্ডপে। কিন্তু মোয়াজ্জিনের আজানের আগেই মন্দিরে শুনশান নীরবতা। নামাজ শেষেই পূজা শুরু সাথে ঢোলের বাজনা। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে দেখা যায় সময় মতোই মসজিদে চলে নামাজ আর নামাজ শেষে মন্দিরে চলে পূজা। যুগ যুগ ধরে চলে আসা এই অভ্যাসে ধর্ম পরিচালনায় কখনো কোনরুপ ব্যাঘাত ঘটেনি। পানছড়ি বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: সেলিম জানান, মসজিদের পাশেই মন্দির। ধর্ম পালনে এ পর্যন্ত কারো কোন অসুবিধা হয়নি ভবিষ্যতেও হবেনা ইনশাল্লাহ। পানছড়ি বাজার জামে সমজিদের পেশ ইমাম মাওলানা মো: দলিলুর রহমান জানান, এই সমজিদে দীর্ঘ ধরে ইমামতি করছেন কিন্তু স্থানীয় মুসুল্লি ও পূজারীদের কোন ব্যাঘাত কখনো ঘটেনি। যেন একে অন্যের পরিপূরক। পানছড়ি বাজার দেবালয় উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি উল্লাস দেব জানান, আমরা একে অপরের পরিপূরক। পাশাপাশি দু’ধর্মের দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে বিরাজ করছে সম্প্রীতির বন্ধন। যা দেশে বিরল। আমাদের এই বন্ধন প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখবে সেই শিক্ষাই আমার দিচ্ছি।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS