বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ বিদ্যালয় দুটির পাশে পানছড়ি উপজেলা প্রশাসন

কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ বিদ্যালয় দুটির পাশে পানছড়ি উপজেলা প্রশাসন

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি : পানছড়িতে খোলা আকাশে নিচে পাঠদান। গত ৩’এপ্রিলের প্রকাশিত সংবাদে বিদ্যালয় দুটির জন্য সহযোগিতার হাত বাড়ায় পানছড়ি উপজেলা প্রশাসন। ১১’এপ্রিল মঙ্গলবার সকাল দশটায় বড় কলক ও চেংগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেয়া হয়। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা উপস্থিত থেকে প্রধান শিক্ষকদের হাতে ঢেউটিন ও অর্থ তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম কান্তি চাকমা ও মো: আলমগীর হোসাইন জানান, আর খোলা আকশের নীচে নয় এখন চাউনির নীচে বসেই কোমলমতি শিক্ষার্থীরা পাঠদান নিবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ জানান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে বিদ্যালয় দুটির জন্য ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা করে প্রদান করা হয়েছে। উল্লেখ্য গত ২’এপ্রিল দিবাগত রাতের কাল বৈশাখীতে দুটি শ্রেণীকক্ষের চাল দুমড়ে-মুচড়ে উড়িয়ে নিয়ে যায়। তাই ৫ম শ্রেণীর পাঠদান খোলা আকাশের নিচে চলছিল।

৪৭ বার ভিউ হয়েছে
0Shares