বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ি জুড়ে ফুটেছে কৃষ্ণচুড়া আর কচুরিপানার ফুল, প্রকৃতি সেজেছে দারুণ সাজে

পানছড়ি জুড়ে ফুটেছে কৃষ্ণচুড়া আর কচুরিপানার ফুল, প্রকৃতি সেজেছে দারুণ সাজে

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) : পুরো পানছড়ি জুড়ে ফুটেছে কৃষ্ণচুড়া ফুল। লাল সবুজের এই দারুণ মিশ্রণ উপভোগের আনন্দ আগের মতো আর নেই। পথের ধারের গাছের ফুলগুলো ফুটছেও একা একা আর ঝরে পড়ছেও একা একা। রাস্তার উপর কৃষ্ণচুড়ার লাল পাপড়ি ঝরে পথচারীদের উপভোগের বার্তা জানালেও পড়ে না কারো দৃষ্টি। এমনিই দৃশ্য দেখা যায় পুরো পানছড়ি জুড়ে।

কৃষ্ণচুড়ার রূপমাধুরী ছাড়াও পানছড়ি-খাগড়াছড়ির প্রধান সড়কের পাশে পানছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার পুকুরে ফুটে আছে কচুরিপানার ফুল। পুরো পুকুর জুড়ে বৃত্তাকার কচুরিপানার ফুল এক নজরেই চোখ জুড়িয়ে যায়। তারপরও দর্শনার্থীর খরা। দেখা মিলে তিন দর্শনার্থীর। তাদের একজন চট্টগ্রাম ভার্সিটির ছাত্র রফিকুল। সে জানায়, ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। বৃত্তাকার কচুরিপানার ফুলগুলো দেখতে আসলেই দৃষ্টিনন্দন। তাই তিন বন্ধু মিলে উপভোগের পাশাপাশি একটু আড্ডা দিচ্ছি। দর্শনার্থী না থাকায় সে নিজেও হতাশার কথা জানালেন। সে আরো জানায়, দর্শনার্থী থাকুক আর নাই থাকুক প্রকৃতিকে সাজাতে সময় এলেই ফুলগুলো আপন রঙে সাজিয়ে তুলে পানছড়ির এপার-ওপার।

১০৭ বার ভিউ হয়েছে
0Shares