শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জেলেদের মুখে হাসি ফোটালো পানছড়ির মৎস্য দপ্তর

জেলেদের মুখে হাসি ফোটালো পানছড়ির মৎস্য দপ্তর

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দরিদ্র জেলেদের মুখে হাসি ফুটিয়েছে মৎস্য দপ্তর। দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান কর্মসূচী উপলক্ষে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানে উপকরণ বিতরণ করা হয়। মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙামাটির আওতায় এর বাস্তবায়নে ছিল পানছড়ি উপজেলা মৎস্য দপ্তর। ৩০’মে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ এলাকায় দরিদ্র দশটি জেলে পরিবারের মাঝে ৪’টি করে ছাগল বিতরণ করা হয়। খাগড়াছড়ি মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে ছাগল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক ও উপজেলা মৎস্য লীগের সভাপতি অরুণ শীল। দরিদ্র জেলে কৃষ্ণলাল চাকমা, বাদি চাকমা ছাগল সহায়তা পেয়ে মৎস্য দপ্তরের প্রতি কৃতজ্ঞতার কথা জানান। পানছড়ি মৎস্য দপ্তরের পক্ষ থেকে ছাগলের প্রতি যতœশীল হওয়ার আহবান জানানো হয়।

৭৫ বার ভিউ হয়েছে
0Shares