শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

পানছড়িতে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি : পানছড়িতে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে। জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে এই দৃষ্টিনন্দন বৈঠক সাজিয়েছে পানছড়ি উপজেলা তথ্যকেন্দ্রের তথ্য আপা।

২২’মে (সোমবার) সকাল দশটা থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার ৩০৯ নং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা। এই সময়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি এলাকায় পৌঁছে দিয়েছেন উন্নয়ন ছোঁয়া। দৃষ্টিনন্দন প্রধানমন্ত্রীর উপহারের ঘর, বেইলী সেতু, বছরের শুরুতে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, নতুন নতুন বিদ্যালয় ভবন নির্মান, উপবৃত্তি, গর্ভকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতাসহ নানান উন্নয়নমুলক কর্মকান্ড দিয়ে তিনি দেশবাসীর মন জয় করে নিয়েছেন। তাই আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান। উপজেলা তথ্য আপার সঞ্চালিত সভায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ি জেলার শাখার চেয়ারম্যান নিগার সুলতানা, কো-অডিনেটর জগৎ জ্যোতি ত্রিপুরা ও পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পানছড়ি উপজেলা ভুমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন।

১৮৭ বার ভিউ হয়েছে
0Shares