বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ির অন্ধকারে প্রদীপ দিলেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান

পানছড়ির অন্ধকারে প্রদীপ দিলেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান

 পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ৬’মার্চ ২০২৩  ; পানছড়ি উপজেলার নালকাটা কমিউনিটি ক্লিনিক গর্ভবতী নারীদের নিরাপদ সেবা কেন্দ্র। বকেয়া বিদ্যুৎ বিলের কারণে দীর্ঘদিন ধরে সংযোগ ছিল বিচ্ছিন্ন। অবশেষে ক্লিনিকে বিদ্যুতের আলোর ব্যবস্থা করে দিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক। জানা যায়, গত ২’মার্চ পানছড়ি উপজেলায় মতবিনিময় সভা শেষে তিনি পরিদর্শনে আসেন নালকাটা কমিউনিটি ক্লিনিকে। আলোর স্বল্পতা দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার ঘটঁনা সম্পর্কে অবগত হন তিনি।

অবশেষে মানবিক জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান গর্ভবর্তী নারীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২৫’মাসের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেন। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার হাতে তিনি বকেয়ার টাকা তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ জানান, জেলা প্রশাসক মহোদয় মানবিতার পরিচয় দিয়ে বিশাল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার সুফল পানছড়ির গর্ভবর্তী মায়েরা ভোগ করবে। পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা জানান, অন্ধকারে আলো জ¦ালিয়ে জেলা প্রশাসক মহোদয় প্রসূতি নারীদের কষ্ট ও ভোগান্তি দুটো থেকেই উদ্ধার করেছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানান।

৬০ বার ভিউ হয়েছে
0Shares