মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ির দূর্গম দূর্গামনি পাড়ায় লোগাং জোনের সহায়তা

পানছড়ির দূর্গম দূর্গামনি পাড়ায় লোগাং জোনের সহায়তা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ১১’এপ্রিল’২০২৩ পুরো পাহাড় জুড়ে বইছে এখন ঐতিহ্যবাহী বৈসাবিনের সাজ সাজ রব। পাড়ায় পাড়ায় বাজছে বৈসু, সাংগ্রাই আর বিজুর মন মাতানো সংগীত। উপজেলার দুর্গম দূর্গামনি পাড়া, পুরাতন শনখোলা পাড়া ও খিলাতলীতেও জমে উঠেছে বিজু উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন দিন ব্যাপী চলবে তাদের এই সাংস্কৃতিক কার্যক্রম। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান পরিচালনার জন্য সহযোগিতার হাত বাড়ায় পানছড়ি লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল ওয়াসী উদ্দিন আহমেদ। সুদুর দূর্গামনিপাড়ায় সরেজিমেনে ছুটে গিয়ে তিনি সকলের সাথে মত বিনিময় করে তাদের খোঁজ খবর নেন এবং ক্ষুদে শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য কার্বারী খুকুমনি চাকমাসহ এলাকার যুবকদের হাতে তুলে দেন তিনি আর্থিক সহায়তা। উপস্থিত সকলেই করতালির মাধ্যমে জোন অধিনায়ককে অভিনন্দন জানান। এ সময় এলাকার ক্ষুদে নৃত্য শিল্পীরা ঐতিহ্যবাহী পাহাড়ী পোশাকে দৃষ্টিনন্দন দুটি নৃত্য উপস্থাপন করে দেখায়। এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে এই এলাকায় চিকিৎসা সেবা দানের কথাও জানান তিনি। এলাকাবাসীরা এ সময় জোন অধিনায়ককে বিজু’র শুভেচ্ছা জানান।

৪৩ বার ভিউ হয়েছে
0Shares