শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পানছড়িতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি ২৬জুন’২০২৩ ; চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গা, জননেত্রী শেখ হাসিনার ছবি অপমানজনকভাবে ছিড়ে ফেলা ও স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে পানছড়িতে মানববন্ধন ও শ্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৬’জুন সোমবার সকাল দশটা থেকে পানছড়ি মুক্তিযোদ্ধা স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল বাংলাদেশ সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ পানছড়ি ইউনিট।

মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহাম্মদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পানছড়ি উপজেলা শাখার কমান্ডার মো: হারুনুর রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনিরুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর করা মানে এদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। এইসকল বিএনপি-জামায়াত, রাজাকার-আলবদরদের অতিসত্বর আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা। অনুষ্ঠান শেষে দোষীদের শাস্তির দাবীতে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, ঢাকা ররাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS