শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ি মোল্লাপাড়ার এতিম শিশুদের পাশে লোগাং জোন

পানছড়ি মোল্লাপাড়ার এতিম শিশুদের পাশে লোগাং জোন

 পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ৩’এপ্রিল’২০২৩  ; মোল্লাপাড়া দারুল উলুম হেফজ ও এতিমখানা পানছড়ি উপজেলার দ্বীনি শিক্ষার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এতিম ও অসহায় শিশুদের নিয়ে আবাসিক এই প্রতিষ্ঠানটি একমাত্র মানুষের দানের উপর নির্ভরশীল। যার মাঝে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে লোগাং জোন। আর্থিক সহায়তা, ঢেউটিন, ইট, ভবন মেরামত ও খাবার সরবরাহসহ নানান সহযোগিতা নিয়ে প্রায়ই তারা এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় ৩’এপ্রিল (সোমবার) দুপুর বার’টায় মোল্লাপাড়া এতিম শিশুদের জন্য ইফতার সামগ্রী নিয়ে ছুটে আসেন লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল ওয়াসী উদ্দিন আহমেদ। ক্ষুদে দ¦ীনি শিক্ষার্থীদের সাথে মত বিনিময় শেষে তিনি ১০০ কেজি চাউল, ৯০ কেজি ছোলা, ৭২ কেজি করে খেজুর, চিনি ও মুড়ি তুলে দেন। এ সময় তিনি মাদ্রাসা ভবন পরিদর্শন করে ভবিষ্যতেও পাশে থাকার আশ^াস প্রদান করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো: জাকারিয়া জানান, ১২০ জন অসহায় ও এতিম শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত রয়েছে। ত্রিশ জনের অধিক হাফেজ ও মাওলানা এ প্রতিষ্ঠান থেকে সুনামের সহিত পাশ করেছে। লোগাং জোন (৩ বিজিবি) সব সময় পাশে থাকার জন্য তিনি দোয়া কামনা করেন।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares