বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ দফা দাবিতে দর্শনায় রেলপথ অবরোধ

৬ দফা দাবিতে দর্শনায় রেলপথ অবরোধ

৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দর্শনা হল্ট স্টেশনে রেলপথ অবরোধ করেছে ‘দর্শনার জন্য আমরা’ সংগঠন। বুধবার (১ মার্চ) সকাল ১১টার দিকে অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম তার বক্তব্যে দর্শনা স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস আপ, চিত্রা এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রা বিরতি, ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে দর্শনার জন্য আসন বরাদ্ধ ও পুরাতন রেলস্টেশন রেলক্রসিংয়ে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ এবং বিগত দিনে বন্ধ থাকা দুটি লোকাল ট্রেন দর্শনা থেকে পুনরায় চালু করার ৬ দফা দাবি তুলে ধরেন। কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসান মিতা বলেন, ‘আপনাদের দাবিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’ পরে সংগঠনের আহ্বায়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, ছাত্র, এনজিও-কর্মীদের অংশগ্রহণ ছিল। দর্শনা থানা ও রেলপুলিশের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে

৯৮ বার ভিউ হয়েছে
0Shares