মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিস সকাল ১০ টা তেও তালাবন্ধ

কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিস সকাল ১০ টা তেও তালাবন্ধ

কার্পাসডাঙ্গা অফিসঃ  সরকারী বিধি অনুযায়ী সকাল ৮  টার সময় সরকারী অফিস খোলার কথা থাকলেও কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে আজ মঙ্গলবার সকাল ৯ টা ৪৪ মিনিটের সময় গিয়ে দেখা যায় অফিস তালাবন্ধ।তখনও অফিসে ভূমি কর্মকর্তা বা কেউ আসেননি।এক মিনিট পরেই দেখে মেলে ভূমি অফিসটির অফিস সহায়ক জাহিদের । তার কাছে জানতে চাওয়া হয় প্রায় ১০ টা বাজতে আসলো কেন আপনারা অফিস এখনো খোলেন নি ও ইউনিয়ন ভূমিকর্মকর্তা সাহেব কোথায়।তখন তিনি জানান ভূমি কর্মকর্তা সাহেব চুয়াডাঙ্গা থেকে আসছেন।এসময় সাংবাদিক তথ্য নিয়ে চলে আসার সময় বাজে আচরন শুরু করেন অফিস সহায়ক জাহিদ।
তারপরই তিনি দৈনিক পশ্চিমাঞ্চলের কার্পাসডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক এই আমার দেশের দামুড়হুদা প্রতিনিধি ও দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসানের সাথে মারমুখী আচরন করে ও বাজে ভাষা প্রয়োগ করেন। বলতে থাকেন আপনাদের কলমে যত জোর আছে লেখেন।ওমন সাংবাদিক দেখা আছে।সাংবাদিক সব পকেটে গোঁজা। এ বিষয়ে তৎক্ষনাৎ দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহ এর সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি দেখে আমি ব্যাবস্থা নেবো।ও এরকম খারাপ আচরন করে আমি শুনেছি। ওর বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সাথে কথা বললে তিনি বলেন আমি বিষয়টি দেখছি।জাহিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসটি দালালদের আখড়ায় পরিনত হয়েছে । ঘুষ ছাড়া সহজে মেলেনা কোন সেবা। টাকা ইনকামের কারখানাও এটি এমনও মন্তব্য করেন অনেকে।নাম না প্রকাশ করার শর্তে অনেকে বলেন প্রায় প্রতিটি অফিসের জাহিদের মত এমন ব্যাক্তিদের কারনে সাংবাদিকরা লাঞ্চিতের স্বীকার হচ্ছে হামলার স্বীকার হচ্ছে।এখনই এদের লাগাম টেনে ব্যাবস্থা না নিলে দিনে দিনে এরা আরো বেপরোয়া হয়ে উঠবে।অফিস সহকারী জাহিদ ও ইউনিয়ন ভূমিকর্মকর্তাকে দ্রুত এখান থেকে অপসারনের  দাবী জানিয়েছেন সচেতন মহল সহ এলাকাবাসী
৬১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS