শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নীলফামারীতে জেলা পর্যায়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত 

নীলফামারীতে জেলা পর্যায়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস এর জেলা পর্যায়ের প্রতিযোগীতা রবিবার অনুষ্ঠিত হয়েছে।সকালে শেখ কামাল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পঙ্কজ ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলু বক্তব্য দেন।

দিনব্যাপী প্রতিযোগীতায় লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, দৌঁড়, বর্ষা নিক্ষেপসহ ৩২টি ইভেন্টে জেলার ছয় উপজেলার ৫৭৬জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

বিকেলে বিজয়ী ৯৬জনের জাতে মেডেল ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম ও জলঢাকা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল প্রমুখ। জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।আগামী ১৬ ফেব্রুয়ারী থেকে ২০ফেব্রুয়ারীর মধ্যে বিভাগীয় প্রতিযোগীতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS