সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে নতুনভাবে  পৌর কাঁচাবাজার নির্মাণকাজের উদ্বোধন 

ডোমারে নতুনভাবে  পৌর কাঁচাবাজার নির্মাণকাজের উদ্বোধন 

 রবিউল হক রতন , ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার পৌর কাঁচাবাজার উঁচুকরণ ও আধুনিকায়নের লক্ষ্যে নতুনভাবে সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই মে) সকালে উপজেলা শহরের পৌর কাঁচাবাজার প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হকের উপস্থিতিতে নির্মাণকাজের উদ্বোধন করেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলাওয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ারুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ নাছিমা বেগম প্রমুখ সহ কাঁচাবাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, প্রকৌশলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু জানান, পৌরসভার অধীনে ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্যাকেজ টেন্ডারের মাধ্যমে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে পৌর কাঁচাবাজার নতুনভাবে সংস্কার করা হবে। এর মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, উঁচু মার্কেট, আধুনিক শৌচাগার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, আধুনিক শেড সহ নানান রকমের সুযোগ-সুবিধা যুক্ত হবে। এছাড়া নতুনভাবে নির্মাণকৃত কাঁচাবাজারে আগের তালিকা অনুযায়ী দোকান বরাদ্দ দেওয়া হবে।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS