শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  ডোমারে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

  ডোমারে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

 রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তন থেকে একটি র‌্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র‍্যালী শেষে জাতীয় পার্টির ডোমার উপজেলা সভাপতি আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নীলফামারী ০১ আসনের সম্ভব্য দলীয় মনোনীত প্রার্থী লে: কর্নেল (অব:) তসলিম উদ্দীন।
এ সময় পাঙ্গা মটকপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও নীলফামারী জেলা মহিলা পার্টির আহ্বায়ক তৌহিদা জ্যোতি, কেন্দ্রীয় সদস্য রুনা লায়লা, পৌর সভাপতি হাসান চৌধুরী, ডোমার সদর ইউনিয়নের নেতা ইউপি সদস্য আব্দুল মজিদ, সোনারায় ইউনিয়নের নেতা অব: সার্জেন্ট জুলফিকার আলী, হাফেজ রবিউল ইসলাম, ডোমার উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী প্রমুখ।
কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির নারী এবং পুরুষ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
৪৯ বার ভিউ হয়েছে
0Shares