শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় স্কাউটিং ডে ক্যাম্প, কাব হলিডে ও মহাতাবু জলসা অনুষ্ঠিত 

জলঢাকায় স্কাউটিং ডে ক্যাম্প, কাব হলিডে ও মহাতাবু জলসা অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন করে গড়ে তুলতে নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে স্কাউটিং ডে ক্যাম্প/কাব হলিডে ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বালাগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন উপজেলা স্কাউটস কমিশনার বঙ্কিম রায়। এর আগে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও চাওড়াডাঙ্গী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের দীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভা ও মহাতাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নাই। এজন্য তিনি প্রত্যকটি বিদ্যালয়ে স্কাউট আন্দোলন জোড়দার করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন, উপজেলা স্কাউটস এর সহসভাপতি প্রধান শিক্ষক জ্যোতিষ রায়, প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রধান শিক্ষক আশিকুর রহমান, প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন, সহকারী কমিশনার প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, প্রধান শিক্ষক রমানাথ রায়, প্রধান শিক্ষিকা লায়লা বেগম প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, সম্পাদক মর্তুজা ইসলাম, বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহামুদার রহমান ও প্রধান শিক্ষক সাইদার রহমান প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম লাবলু, স্কাউট লিডার শাহিনুর রহমান ও গ্রুপ কমিটির সভাপতি তাহাজুল ইসলাম। বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা শাখার আয়োজনে ক্যাম্পে নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, ইউনিট লিডারসহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS