বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জিএম কাদের এমপির চেয়ারমান হিসাবে দায়িত্ব পালনে বাধা নেই রংপুর নগরীতে জাতীয় পার্টির মিষ্টি বিতরণ

জিএম কাদের এমপির চেয়ারমান হিসাবে দায়িত্ব পালনে বাধা নেই রংপুর নগরীতে জাতীয় পার্টির মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ জিএম কাদের এমপির চেয়ারমান হিসাবে দায়িত্ব পালনে বাধা না থাকায় রোববার নগরীতে মিষ্টি বিতরণ করেন জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপির চেয়ারমান হিসাবে দায়িত্ব পালনে আর কোন বাধা নেই। গতকাল রোববার নি¤œ আদালতের দেওয়া অবৈধ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এমন সংবাদ রংপুর নগরীতে ছড়িয়ে পড়ার সাথে সাথে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও যুব সংহতিসহ অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা নগরীর প্রধান সড়কে মিষ্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাহাবুবুর রহমান বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS