মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পাগলাপীরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

পাগলাপীরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

মমিনুল ইসলাম রিপন, রংপুর : রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার (৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মধ্যে ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী ছুটহাজীপুর গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে। দুর্ঘটনার সময় ছেয়াজুল সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। অটোরিকশায় আরও দুইজন মারা গেছেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS