শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

জলঢাকায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জুয়া খেলা অপরাধে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় অন্যান্য জুয়াড়িরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন,বগুলাগাড়ীর মোক্তার আলী ,খুটামারা মাষ্টার পাড়ার বাবলা হোসেন (৩৫),পশ্চিম খুটামারার আব্দুল আলীম (৩৬),পশ্চিম খুটামারা মাষ্টার পাড়ার শামীম ইসলাম (২৮),মাষ্টার পাড়ার রুবেল ইসলাম (২৬),মাষ্টার পাড়ার জিকরুল হক (৫৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্হায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।অজ্ঞাত নামা ৩/৪ জন’সহ তাদের বিরুদ্ধে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা করে রুজু করা হয়।গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, মাদক জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS