সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে খাস জমিতে বালু উত্তোলনকারী কে এই পতি

সৈয়দপুরে খাস জমিতে বালু উত্তোলনকারী কে এই পতি

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাদিখোল এলাকার আশ্রয়ণ সংলগ্ন সরকারি খাস (অর্থনৈতিক জোন)- এর জন্য নির্ধারিত জমির বালু ও মাটির দীর্ঘদিন যাবত লুট করে নিয়ে বিক্রি করে প্রচুর অর্থের মালিক হয়েছেন মোহাম্মদ আলী পতি নামের এক ব্যক্তি। এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর যাবত ভোর থেকে বিকাল পর্যন্ত প্রকাশ্যে লোকজন লাগিয়ে মাটি কেটে নিয়ে ট্রলিতে নিয়ে অন্যত্র বিক্রি করছেন তিনি। তাই সচেতন মহলের প্রশ্ন এভাবেই সে সরকারি খাস জমির মাটি বিক্রি করে প্রশাসনের নাকের ডগায় ট্রলি লাগিয়ে অবৈধ বালু মাটির ব্যবসা চালিয়ে আসছে। তার খুঁটির জোর কোথায় এলাকাবাসীর প্রশ্ন? এদিকে এ ব্যাপারে তার সাথে কথা হলে তিনি গর্ব করে বলে বেড়ান পকেটে অর্থ থাকলে সবাইকে ম্যানেজ করে সবকিছু করা সম্ভব। এতো সামান্য খাস জমির বালু।

উল্লেখ্য, একটি সূত্রে জানা যায়, ওখানেই রয়েছে প্রায় সরকারি ৩০০ একরের খাস জমি। যেখানে সরকার অর্থনৈতিক জোন হিসাবে একটি প্রতিষ্ঠান গড়ার কথা ছিল সেটি কোন ভাগ্যের কারণে নীলফামারী জেলা সৈয়দপুরের অদূরে এখনো বাস্তবায়ন না হওয়ায় বালু খেকো ওই ব্যক্তি প্রশাসনের সকল স্তরকে ম্যানেজ করে দিব্বি ওই ব্যবসা চালিয়ে আসছে। তাকে কেউ কিছু বলার সাহস পায় পাচ্ছেন না। আসলেই যদি এই কথাটি সত্যি হয় তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। অপরদিকে, এলাকাবাসী ও পথচারীরা অভিযোগ করে বলেন এসব ট্রলি চলার কারণে রাস্তাঘাট নষ্ট হচ্ছে এবং পথচারীদের চলাচল করতে ব্যাঘাত সৃষ্টি হয়। এমনকি তার পুত্র অবৈধ ওই বালু উত্তোলন বন্ধে জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। তাই তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য আশু হস্তক্ষেপ কামনা করছেন।

১৬২ বার ভিউ হয়েছে
0Shares