শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে ভুয়া নিকাহ রেজিষ্টারের ছড়াছড়ি

সৈয়দপুরে ভুয়া নিকাহ রেজিষ্টারের ছড়াছড়ি

দুলাল সরকার (সৈয়দপুর-নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে সরকারীভাবে নিবন্ধনকৃত নিকাহ ও তালাক রেজিষ্টার নয় এমন একাধিক ব্যক্তি নকল নিকাহ ও তালাক রেজিষ্টার বই ম্যানেজ করে বেপরোয়াভাবে নিকাহ ও তালাক রেজিষ্টার করে চলছে। ফলে প্রতারিত হচ্ছে সাধারণ জনগণ, ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রকৃত নিকাহ ও তালাক রেজিষ্টার।

সরেজমিন ওই ইউনিয়নে বেশ কয়েকজন ভ‚য়া নিকাহ ও তালাক রেজিষ্টারের সন্ধান মিলেছে। তাদের মধ্যে মোঃ ইকবাল হোসেন (৫৫), এবারত হোসেন (৫০), মশিউর রহমান (৫২) ও নেবেল রহমান (৪০) উল্লেখ্যযোগ্য। তবে উক্ত ইউনিয়নে অনেক সহজ সরল সাধারণ মানুষ এদেরকে প্রকৃত কাজী মনে করে নিকাহ ও তালাক রেজিষ্টার করে প্রতারিত হচ্ছে। সরকারীভাবে নিবন্ধনকৃত এই ইউনিয়নের একমাত্র নিকাহ ও তালাক রেজিষ্টার হচ্ছে আফজালুন হক (৫৩) নামের এক ব্যক্তি। কিন্তু ইউনিয়নবাসীর অনেকেই বৈধ অবৈধ বুঝতে না পেরে নামধারী ওইসব ভ‚য়া নিকাহ ও তালাক রেজিষ্টার (কাজী)’র কাছে নিকাহ ও তালাক নিবন্ধন করছেন। এ ব্যাপারে ওই ইউনিয়নের সরকারী নিবন্ধনকৃত নিকাহ ও তালাক রেজিষ্টার (কাজী) আফজালুন হক এর সাথে কথা বললে তিনি বলেন, আমি এই ইউনিয়নের একমাত্র নিকাহ ও তালাক রেজিষ্টার হলেও অনেকেই না বুঝে ওইসব ভ‚য়া নিকাহ ও তালাক রেজিষ্টারের কাছে গিয়ে নিকাহ ও তালাক রেজিষ্টার নিবন্ধন করছেন। ফলে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্থ হচ্ছি আমি ও সরকার। এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। তবে গোপন সূত্রে জানা যায়, অত্র ইউনিয়নের একজন ক্ষমতাসীন দলের নেতার ছত্রছায়ায় ওই ভ‚য়া কাজীদের নিয়ে বিবাহ বা রেজিষ্ট্রির কাজ চলছে। এছাড়াও এ উপজেলার আরো ৪টি ইউনিয়নে এরূপ অবৈধ নিকাহ নামার রেজিষ্ট্রেশন বিহীন কাজীর ছড়াছড়ি রয়েছে বলে জানা যায়।

২২৮ বার ভিউ হয়েছে
0Shares