শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে এমপি আয়েন এর নের্তৃত্বে মিছিল

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে এমপি আয়েন এর নের্তৃত্বে মিছিল

রতন মাস্টার মোহনপুর প্রতিনিধিঃ আজ রাজশাহী মোহনপুর উপজেলায় ২৯ শে জানুয়ারী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে মোহনপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজন।২৬শে জানুয়ারী বৃহস্পতিবারে এমপি আয়েন উদ্দিনের নের্তৃত্বে ঐতিহাসিক প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।প্রচার মিছিলটি মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রাজশাহী নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে হাজার হাজার জনতার উপস্হিতি দেখা গেছে চারিদিকে শ্লোগানে শ্লোগানে মোহনপুর মুখরিত হয়ে ওঠে। পরে থানার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম।পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।
প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।প্রধান বক্তা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর এপি এস হাফিজুর রহমান লিকু। বক্তব্য রাখেন পবা মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
এই সময় আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য দীলিপ কুমার সরকার তপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা যুব লীগের সভাপতি আবু সালেহ,  কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আজাহারুল ইসলাম বাবলু, বাবলু হোসেন, আল আমিন বিশ্বাস, আব্দুল মান্নান, হজরত আলী।
১১৪ বার ভিউ হয়েছে
0Shares