শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলা প্রতিনিধিঃ কেন্দ্রীয় যুবলীগ নেতা, সিনিয়র অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান শান্তর পক্ষে ভোলায় গরীব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা যুবলীগ। সোমবার বেলা ১১ টায় শহরের মুসলিম পাড়াস্থ জেলা যুবলীগ অফিসে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণী অনুষ্ঠানে, জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোস্তাক আহমেদ শাহীন বলেন,ডক্টর আশিকুর রহমান শান্ত’র পৃষ্ঠপোষকতায় আজ যেই কম্বলবিতরণ করা হচ্ছে এখানে কে আওয়ামীলীগ আর কে অন্যদল এগুলো দেখা হচ্ছে না। আমরা বুঝি অসহায় শীতার্ত মানুষ যারা, আমাদের পক্ষে থেকে শীতবস্ত্র পাবে তারা।

এসময় সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহন্মেদ শাহীন আরো বলেন, ডক্টর আশিকুর রহমান শান্ত এমপি হলে তিনি স্বজনপ্রীতি করবে না এটা হলফ করে বলতে পারি আমরা।

এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন মোল্লা, রাজিব হাসান লিপু, এজেএড এম মনিরুল ইসলাম, এডভোকেট গিয়াসউদ্দিন, ফয়সাল বাবু, মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন,শ্রমিক লীগের নেতা সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শান্ত প্রমুখ।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS