মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালপুরের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

লালপুরের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

ইসাহাক আলী, নাটোর, ৩১ ডিসেম্বর-নাটোরের লালপুরের আজিমনগর রেলস্টেশনের অদূরে গোপালপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানান, আজ শনিবার ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা গোপালপুরে রেলওয়ে গেটের কাছে নারায়ণপুর নামক স্থানে রেলের এক লাইন দিয়ে রাজশাহী থেকে একটি মালগাড়ি যাচ্ছিল।  এ সময় ওই তিনজন অপর লাইনে দাড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস দ্রুত পার হওয়ার সময় তারা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এক নারী সহ দুজন মারা যায়।

তারা হলেন, জেলার লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিমের ছেলে মুনতাজ মাষ্টার,  একই উপজেলার নারায়নপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন ও একই গ্রামের মুনজুর রহমানের স্ত্রী সাথী বেগম।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে এ ব্যাপারে ঈধ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়েছে তারা ব্যবস্থা নেবেন।

৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS