বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে সোনার বাংলা যুবসংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

ধামইরহাটে সোনার বাংলা যুবসংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে বাষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় চকময়রাম মাঠে এ উপলক্ষে কাউন্সিলর আব্দুল হাকিমের সভাপতিত্বে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবু হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, সংরক্ষিত কাউন্সিলর মিনু আরা, সোনার বাংলা যুব সংঘের সম্পাদক আলমগীর কবির, প্রতিষ্ঠাতা সদস্য জুয়েল রানা, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, মাহমুদ হাসান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ। সবশেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

৭২ বার ভিউ হয়েছে
0Shares